‘নবীর প্রজ্ঞাঃ কি বলার কথা আর কি বলছি’ বইটির লেখক সজল রোশন তার বইয়ের শুরুতে বললেন- ‘রিলিজিয়াস মাইন্ডসেট’ সিরিজের প্রথম বইটি প্রকাশের পর অনেকেই বলা শুরু করেছেন যে শুধু কুরআন অনুসরণ করলে ইসলামের আর কিছুই থাকেনা। হ্যাঁ, এ কথা সত্য যে, আমাদের পরিচিত ইসলামের সাথে কুরআনের উল্লেখযোগ্য সম্পর্ক নেই। আমাদের পরিচিত ইসলামের সাথে হাদিসেরও উল্লেখযোগ্য সম্পর্ক নেই। ‘রিলিজিয়াস মাইন্ডসেট’ সিরিজের দ্বিতীয় প্রকাশনা ‘নবীর প্রজ্ঞাঃ কি বলার কথা আর কি বলছি’ বইটিতে আমাদের প্রতিদিনের ধর্মচর্চার সাথে হাদিসের বৈপরীত্য দেখিয়েছি। এ বইয়ে সিন্দুকে তুলা কিছু হাদিস দেখিয়েছি-যা আমাদের শাইখুল হাদিসরা ব্যক্তিগত নিরাপত্তার ভয়ে বলতে পারেন না।
‘নবীর প্রজ্ঞাঃ কি বলার কথা আর কি বলছি’ বইটিতে লেখক তুলে ধরেছেনঃ
*নবীর প্রজ্ঞা বনাম আহাম্মকের বয়ান *লোকমান (আঃ) এর হিকমায় কোরআনের বিজ্ঞাপন *হাদিস অস্বীকারকারের ফেতনা *হাদিস সত্যায়নের পদ্ধতিঃ অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পুর্ণ এবং অনৈসলামিক *ঈমানের সরল পথ বনাম সহিহ আকিদার বিষ *নবীর রাষ্ট্র বনাম রাষ্ট্রধর্ম ইসলাম *সামনে পেছনে লোকের নিন্দা *ইসলামের পঞ্চস্তম্ভ *সর্বোত্তম পোশাক হচ্ছে সচ্চরিত্র ইত্যাদি।
Reviews
There are no reviews yet.